রাসেল আহমেদ সাগর
আমার মনের আকাশ টা মেঘ যুক্ত
যাকে বলে মেঘলা আকাশ,
বেদনার নীল আকাশ কালো মেঘে ঢাকা
সাথে যন্ত্রণার তীব্র জ্বালাময় বাতাস।
রংধনুর ছিটে ফুটো নেই হালকা সূর্যের আলো
সেটাও ভীষণ যন্ত্রণাদায়ক ,
আমার মেঘলা আকাশ আমারই থাক
হোকনা সে তোমার সুখের বাহক।
হঠাৎ জমে থাকা কষ্ট ঝড়ে পড়ে
বৃষ্টির রিমঝিম ফোটা হয়ে,
বড্ড বেশি হালকা লাগে তখন
সকল দুঃখ যন্ত্রণা নিয়ে যায় ধুয়ে।
আমার তৃষ্ণা মিটানো জলে দেখি
জলপরীর মতো দেখতে রাক্ষসীর মুখ,
বাঁচাও বাঁচাও চিৎকার করি শুনেনা কেউ
বুঝেনা কেউ বুঝতে চায়না আমার দুখ।
কলঙ্ক লাগিয়েছি গায়ে
পিপাসা মিটানোর নেশায়,
মেঘলা আকাশ রঙ্গিন হবে না মোর
নিশিভোর তবু কাটে রোজ মিথ্যা আশায়।