মেহেদী হাসান স্টাফ রিপোর্টার।
রাত যতো গভীর হচ্ছে বাতাসের তীব্র তাও ততো বাড়ছে মোংলা উপকূল এলাকায়। সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও রাত নয়টার পর থেকে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে মংলা উপকূলে।
সাধারন মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মংলা উপজেলা প্রশাসন, মংলা পোর্ট পৌরসভা সহ বিভিন্ন বেসরকারি সংগঠনের পাশাপাশি কাজ করছে মংলা নৌ পুলিশ। তবে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাবার জন্য মাইকিং করা হলেও মংলা পৌর শহরের আশ্রয় কেন্দ্রগুলিতে মানুষের উপস্থিতি অনেকটাই কম। মংলা উপজেলার দুর্যোগপূর্ণ এলাকা জয়মনি কাইমার, বুড়িডাঙ্গার নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষ সন্ধ্যার পরপরই আশ্রয় কেন্দ্রগুলিতে আশ্রয় নিয়েছেন।
নদীরপাড় এলাকার মানুষকে সচেতন করতে মংলা নৌ পুলিশের প্রচারনা ছিল চোখে পড়ার মত।
মংলা নৌ পুলিশ ফাঁড়ি রিচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ইতিমধ্যে মংলাতে শুরু হয়েছে বর্তমানে মংলায় ১০ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। নদীর তীরবর্তী মানুষদের সচেতন করতে এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে মোংলা নৌ পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। মানুষকে সচেতন কারার পাশাপাশি নিরাপদে আশ্রয় কেন্দ্র পৌছে দিতে কাজ করছে নৌ পুলিশ।