মোঃ আবু তালেব নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর দিকনির্দেশনায় ও এসআই/শুভ দে এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ বাজার হইতে নবীগঞ্জ থানায় চুরি মামলা নং-১৫(৫)২৪ এর ঘটনায় জড়িত আসামী অভয়নগর (কবিরুন বেগমের ভাড়াটিয়া বাসা)বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোর সহ ও সাজাপ্রাপ্ত আসামী হলো: নবীগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড অভয়নগর (কবিরুন বেগমের ভাড়াটিয়া বাসা)মৃত রবীন্দ্র সরকার এর পুত্র কবিন্দ্র সরকার প্রকাশ আব্দুল্লাহ (৩০) কে গ্রেফতার করেন নবীগঞ্জ থানা পুলিশ। উক্ত আসামী তার সহযোগী অজ্ঞাতনামা আসামীরা সকাল ১০ ঘটিকার মধ্যে যেকোন সময় ঘটনাস্থল নবীগঞ্জ পৌরসভাধীন নবীগঞ্জ বাজারের শেরপুর রোডস্থ ইমরান সু- স্টোর চোর নামীয় বাদীর জুতার দোকানের পিছনে উপরের টিন কাটিয়া বাদীর দোকানে প্রবেশ করে বাদীর ক্যাশ বাক্স হইতে নগদ টাকা ও মালামাল সর্বমোট এক লক্ষ পঁচিশ হাজার টাকা চুরি করিয়া নিয়ে যায়। উক্ত চোর ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন । পরবর্তীতে আসামীর দেখানো মতে তার ভাড়াটিয়া বাসা তল্লাশি করে চোরাইমাল উদ্ধার করা হয়। এবং নবীগঞ্জ থানায় ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ ০৫টি পরোয়ানায় ভুক্ত ০২ জন আসামী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী হলো: উপজেলার কুর্শি ইউনিয়নের আব্দুল আলীর পুত্র লিটন মিয়া, সি আর মামলার ৫১৯/২০(নবী), এবং কালিয়াভাঙ্গার ইউনিয়নের পুরানগাঁর গ্রামের
পিতা আব্দুর রউফ এর ছেলে আবুল খায়ের,শ্যামল,সামল, নবীগঞ্জ,জি আর ৫৯/২০(নবী),জি আর ১২৭/১৯(নবী),জি আর ১৪৪/১৯(বাহু), জি আর ৭/১৮ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাদেরকে হবিগঞ্জে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী।