বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার থেকেঃ শান্তি প্রিয় মৌলভীবাজার কে অশান্ত করার ষড়যন্ত্র চলছে তাই আসুন সবাই ঐক্য হয়ে এদের কে প্রতিহত করতে হবে। উপজেলা নির্বাচনে কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই আমরা সকলে এক হয়ে আসছে উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবো এবং সারাদিন প্রতিটা কেন্দ্র পাহারা দিবো যাতে কোন সন্ত্রাসী ব্যালট চুরি করতে না পারে।
গত ৩১ মে মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজারে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন উপরোক্ত কথা গুলো বলেন।
৭ নং চাঁদনী ঘাট ইউনিয়ন চেয়ারম্যান আখতার উদ্দিনের সভাপতিতে ও পরিচালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন।
শিমুলতলা বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামির আহমদ, জেলা কৃষক লীগের সভাপতি জমশেদ আহমেদ, সমাজ সেবক মির্জা নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহ মিয়া, একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান, চেম্বার কমার্স এর সাবেক সভাপতি রশিদ উদ্দিন, কুতুবউদ্দিন মনির আলী,জহির আহমদ, বেলাল বেগ প্রমুখ।
কামাল হোসেন আরও বলেন চেয়ারম্যান আখতার উদ্দিন বলে গেছে করোনাকালীন সময় উনারা কোথায় ছিলেন আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার চেষ্টা করেছি যেখান থেকে আমার কাছে খবর এসেছে সেখানে খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করেছি। আজ নির্বাচন কে সামনে রেখে যারা সামান্য চিড়া মুরি দিয়ে ফটোসেশান করছেন তখন কোথায় ছিলেন আপনরা। তিনি বলেন মুরব্বিদের সম্মান দিতে শিখুন শান্তি প্রিয় মৌলভীবাজার কে অশান্ত না করার আহ্বান জানান।