মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাংলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শাহজালাল ‘স মিল এন্ড পলি ফার্নিচার এর স্বত্বাধিকারী ও সাবেক ইউপি সদস্য নুর মিয়া মেম্বার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ শে মে) বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক ও ব্যবসায়ী সহকর্মী রেখে গেছেন।
শুক্রবার (৩১শে মে ) বিকাল ৫টা ৩০ মিনিটে নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার সংলগ্ন মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুর খবরে নবীগঞ্জ সহ হবিগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, এনাতাবাদ গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও সাবেক মেম্বার আলহাজ্ব মশ্বফুর রহমান।
সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, নূর মিয়া মেম্বারের মৃত্যুতে নবীগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন স্পষ্টবাদী একজন মানুষ।
মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. ফয়জুল হক।