আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার:
দক্ষিণ চট্টগ্রামের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান পটিয়া বিজনেস প্লাটফর্ম (PBP) কর্তৃক আয়োজিত পটিয়াস্থ খুশবু ডাইন রেস্তোরায় ৩১শে মে শুক্রবার বিকাল ৫:০০টায় শীর্ষ সেলারদের মিলনমেলা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে
এম.শাহ জুয়েল এর সঞ্চালনায় পটিয়া বিজনেস প্লাটফর্ম’র এডমিন মো: রুবেল ও এডমিন নাফিজ করিম চৌধুরী’র যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন পটিয়ার বার্জার জোন’র সম্মানিত পরিচালক বাবু কমল জৌতি চৌধুরী, আল শাকরা ডায়াগনস্টিক সেন্টার এর কো-চেয়ারম্যান জনাবা নাজমা আকতার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব জসীম উদ্দীন নিরব,পটিয়া বার্জারের ম্যানেজার জিয়াউর রহমান,নয়ন চৌধুরী,মোহাম্মদ আরকান,খুশবু ডাইন রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ সাকিব মাহমুদ এবং মিডিয়া পার্টনার হিসেবে পটিয়ার অনলাইন ভিত্তিক নিউজ চ্যানেল এনএল’২৪, প্রথম পটিয়া ও সি নিউজ’২৪ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে ৫০ জন টপ সেলারদের ক্রেস্ট বিতরণ, মডারেটর ও অথিতিদের ফুল দিয়ে বরণ করা হয়।এসময় বক্তারা বলেন,,,,পটিয়ার নারী উদ্যোক্তাদের মহতি উদ্যোগকে স্বাগত জানান।সাথে সাথে এদের কার্যক্রমকে বেগবান করার জন্য যথেষ্ট সহযোগিতার আশ্বাস দেন।এবং সকল উদ্যোক্তাদের জন্য শুভ কামনা ও উত্তরোত্তর উন্নতি ও ভালোবাসা কামনা করেন।এই ডিজিটাল যুগে নারীরা কোনভাবে পিছিয়ে নেই। পুরুষদের সাথে তাল মিলিয়ে তারাও বিভিন্নভাবে সফলতা অর্জন করছে এবং এগিয়ে যাচ্ছে। বর্তমান যুগে মেয়েদের মধ্যে আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর তাই নিজের একটি ব্যবসা শুরু করার মাধ্যমে অনেক নারীই হয়ে উঠছেন উদ্যোক্তা।