আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
জকিগঞ্জে আকস্মিক বন্যায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। হাজার হাজার মানুষ ও গবাদীপশু পানি বন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে শতশত পুকুরের মাছ ও মৌসুমি সবজি।খবারের সংকট দেখা দিয়েছে ঘরে ঘরে। এমন পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন জকিগঞ্জের দুই লন্ডন প্রবাসী পৌরসভা নরসিংহপুরের সেলিম আহমদ লিটন ও বারহাল ইউনিয়নের কেশবপুরের জুবায়ের আহমদ জীবন।
“জকিগঞ্জ এসোসিয়েশন লন্ডন”এর পক্ষ থেকে দুই প্রবাসী প্রায় তিনশত পানি বন্দি মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। মানবতার সেবায় প্রবাসীরা সবসময় অগ্রণী ভুমিকা পালন করে আসছেন জকিগঞ্জের প্রবাসীরা।যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রবাসীরা মানবতার হাত বাড়িয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় জকিগঞ্জ এসোসিয়েশন লন্ডন এর পক্ষ থেকে এমন মানবিক কাজের যাত্রা।