মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানিয়াচং উপজেলার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২০ডিসেম্বর ১ঘটিকায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে হলরোমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব দেবী চন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ বিপিএম-সেবা,পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, স্হানীয় সরকার হবিগঞ্জ জেলার উপ-পরিচালক (অতি:দা:) জনাব মুহাম্মদ সাদিকুর রহমান প্রমূখ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া,১৩নং চেয়ারম্যান সামছু মিয়া, বীর মুক্তিযোদ্ধা নমীর আলী,বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া। এসময় সাংবাদিক, জনপ্রতিনিধি, মেম্বার, মহিলা মেম্বার ও রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।