আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল (৫জুন) অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণ প্রার্থী মোটরসাইকেল মার্কার প্রতিনিধি ডা. আব্দুস শুক্কুর-এর ব্যবহৃত গাড়ী সিলেট-জকিগঞ্জ শেওলা রাস্তার মাদ্রাসা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।মটরসাইকেল মার্কার প্রতিনিধি ডা আব্দুস শুকুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে নির্বাচনী কাজে গাড়ী নিয়ে অনেক ব্যস্ত সময় পার করেছি। একদিকে উপজেলা পরিষদ নির্বাচন অন্যদিকে বন্যায় কবলিত এলাকার মানুষের দেখাশোনা করতে গিয়ে সময়মত খাওয়া-দাওয়া বা ঘুমানোর সময় পাওয়া যায়নি। নির্ঘুম অবস্থায় সময় পার করতে হয়েছে চালক কে নিয়ে। গতকাল রাতে চালক গাড়ী নিয়ে গ্যাস পাম্প থেকে আসার পথে ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়িটি খাদে পড়ে যায়।এসময় চালক ছাড়া গাড়ীতে কেউ ছিলেন না। আল্লাহর অশেষ মেহেরবানী ও জকিগঞ্জবাসীর দোয়া ও ভালোবাসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়িতে থাকা চালকও সুস্থ রয়েছেন।