এম,হোছাইন আলী
(কুতুবদিয়া কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়ায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (০৫ জুন) সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড় মগলাল পাড়া ইফাত কিল্লার উত্তর পার্শ্বে আইয়ুব আলী কোম্পানির বাড়ির সামনের রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত গ্যাস ব্যবসায়ী দক্ষিণ ধুরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়ার মৃত আবু তাহেরের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুরুর রাব্বী জানিয়েছেন, নিহত তারেক পরের দিন গ্যাস সিলিন্ডারের চালান দেওয়ার জন্য গত রাতে পাওনা টাকা আদায় করতে ডায়াবেটিস মার্কেট যাওয়ার কথা বলেছিলেন পরিবারের সাথে। বুধবার সকালে মগলাল৷ পাড়া এলাকাবাসী তাঁকে মৃতদেহের খবর জানালে তিনি থানায় যোগাযোগ করেন। সাড়া না পেয়ে তিনি ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীরা জনান, নিহত তারেক ধুরুং স্কুল মার্কেটে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিলেন। খুব নম্র,ভদ্র, পরোপকারী ছিলেন। নিয়মিত ব্লাড ডোনেট করতেন। তাঁর সাথে কারও পূর্ব শত্রুতা আছে এমন কোন তথ্য কেউ দিতে পারেনি।
ধারণা করা হচ্ছে ওই রাতে ছিনতাইকারীদের হাতে তারেক নিহত হয়েছেন। অন্য কোন জায়গায় খুন করে ওই স্থানে ফেলে নিরাপদে পালিয়ে গেছে খুনিরা। এর আগে ঐদিন রাত ৯ঃ৪৮ মিনিটের সময় ধুরুং বাজারের চৌরাস্তার মোড় থেকে বাম হাতে কালো পলিথিনে করে কিছু একটা নিয়ে পূর্ব দিকে যেতে বাজারের সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে।
ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।