বিশেষ প্রতিনিধিঃ কাউছার আলম।
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে লোহাগাড়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম চৌধুরী
বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ৩০ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম চৌধুরী । তিনি লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী ভোট পেয়েছেন ২৯ হাজার ৭৯৩ ভোট। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবদুল মাবুদ পেয়েছেন ২ হাজার ৯১৪ ভোট।