মোঃ আরফাত সানি চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া থানার সম্মানীত ওসি‘র বিরল সম্মান: মাননীয় ,ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাহ, আল মামুন, বিপিএম(বার),পিপিএম কতৃক, চকরিয়ার সম্মানীত ওসি শেখ মোহাম্মদ আলী সাহেবকে ১,৫০,০০০ /( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মানি রিওয়ার্ড ও সন্মাননা প্রদান করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
জীবনের ঝুঁকি নিয়ে জেলে সেজে চকরিয়া থানা টীম নিয়ে সারা রাত অভিযান পরিচালনা করে টেকনাফ থেকে সমুদ্র পথে আসা দেশের দ্বিতীয় বৃহত্তম ইয়াবা চালান ১২,৫০,০০০(বার লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ( যাহার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লক্ষ টাকা) উদ্ধার, এজাহার নামীয় আসামি গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামি কর্তৃক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করায় এই সাহসীকতাপূ্র্ন কাজের জন্য ৬/৬/২০২৪ তারিখে পুলিশ সুপার কার্যালয়,কক্সবাজারে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে
মাননীয় আইজিপি মহোদয় এর পক্ষে কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) মহোদয় কক্সবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে এই ১,৫০,০০০/( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেন।
চকরিয়া থানা টীম কেও একই সাথে ধন্যবাদ জানাচ্ছি।
প্রসংগত, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ, আল মামুন এবং পুরুষ্কার প্রাপ্ত চকরিয়া থানার ওসি মহোদয় শেখ মোহাম্মদ আলী দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।