মো: শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ৩০০ পিচ ইয়াবা সহ বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ ইয়াবা সম্রাট আটক।
০৮ জুন রাত গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র) মো: আনন্দ চন্দ্র, এএসআই আবুল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশ্বম্ভরপুর থানাধীন ১নং সলোকাবাদ ইউনিয়ন অন্তর্গত বিশ্বম্ভরপুর( মথুরকান্দি)সাকিনস্থ বাবুল মিয়ার চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামীকে ইয়াবা সহ গ্রেফতার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
জব্দ কৃত মালামাল হচ্ছে ৩০০ পিস ইয়াবা যার মূল্য =১,৫০,০০০/-( একলক্ষ পঞ্চাশ হাজার টাকা)
গ্রেফতারকৃত আসামি হলেন,
মোঃবাবুল মিয়া(৩৮),পিতা- মো:সুলতান মিয়া, সাং- মথুরকান্দি, ইউনিয়ন:সলোকাবাদ, থানা- বিশ্বম্ভরপুর, জেলা -সুনামগঞ্জ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকসহ ১ ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়ছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।