কে এম বেল্লাল
বিশেষ প্রতিনিধি, পাথরঘাটা উপজেলা।
বরগুনার পাথরঘাটায় কাকচিড়া ইউনিয়নের ইট ভাটার পাইপের মধ্যে ঢুকে প্রাণ গেলো জসীম (৩৩) নামক এক ইটভাটার শ্রমিক।
সোমবার (১০ জুন) দুপুর ১২ দিকে কাকচিড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডেের কুপধন এলাকার একটি ইটভাটায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনা স্থান পর্যবেক্ষণ করে জানা যায়, বিশখালী নদীর সাথে পাইপের মাধ্যমে ইটভাটায় পানি আনা নেওয়া হয়। সেই পাইপের পাশে কাজ করতে গিয়ে জোয়ারের পানির স্রোতে পাইপের ভিতর ডুকে যায় জসিম নামের (৩৩) এক শ্রমিক। পাইপের বিপরীত পাশে জালি থাকার কারণে বের হতে না পারায় পাইপের ভিতরে মৃত্যুবরণ করে জসিম ।
সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উপস্থিত হয়। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তা জসিমের মৃতদেহ উদ্ধার করা হয়।