পটুয়াখালী (দশমিনা প্রতিনিধি)
পটুয়াখালী দশমিনা উপজেলায় ঈদ উল আযহা উপলক্ষে। ভিজি এফ চাল বিতরণ চলছে দশমিনা সদর ইউনিয়ন। আসন্ন ঈদ উপলক্ষে দশমিনা গরীব ও মধ্য বিত্ত জন সাধারন মানুষের মধ্যে ১০ কেজি করে প্রতেক কে এ চাল বিতরণ করা হয় । ভিজি এফ চাল বিতরণ করেন দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব এ্যাড. ইকবাল মাহমুদ লিটন। দশমিনা উপজেলায় জনগণ এ ১০ কেজি চাল পেয়ে অনেক খুশি হয়েছে সাধারণ মানুষ। এ জন্য দশমিনা ইউনিয়ন পরিষদের হাজারো মানুষ ভীর অবস্থান বিরাজ করছে এ পরিষদের মাঠে।