স্টাফ রিপোর্টার : কুমিল্লার দেবিদ্বারে দলীয় কোন্দলের জেরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের আঙুল কর্তন করেছে স্বতন্ত্র এমপি সন্ত্রাসীরা।
১৬ জুন রবিবার দুপুরের দিকে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে লিটন সরকার ঢাকায় শেখ হাসিনা বাণী ইউনিট হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাগুড় বাজারে শাকসবজি কেনার সময় সন্ত্রাসী কাউসার আহমেদ চাপাতি দিয়ে লিটন সরকারকে আঘাত করে।
এ সময় আঙ্গুলের একটি অংশ হাত থেকে বিচ্ছিন্ন হয়। হামলাকারী কাউসার আহমেদ স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জানান, সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এবং উপজেলা নির্বাচনে ঘোড়ার পক্ষে কাজ করায় লিটন সরকারকে হত্যার চেষ্টা করা হয়।
জাতীয় নির্বাচনের পর থেকে বিভিন্ন মামলা হামলা দিয়ে ও বিভিন্ন দামকে হুমকি হত্যা করার
দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারির আঙুল কর্তন।
এ বিষয়ে দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, এই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তবে থানা পুলিশ এ বিষয়ে কাজ করছে।