মো: শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের উদ্যোগে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরনে একটি দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন বিশ্বম্ভরপুর থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন সকল নদ-নদীর পানি গত ১৪ জুন হইতে টানা বর্ষণের কারণে বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ১৮ জুন বিশ্বম্ভরপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বন্যার পানি প্রবেশ করে।
উক্ত বন্যা পরিস্থতি মোকাবেলায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানার সকল অফিসার ও ফোর্স ২টি টিমে বিভক্ত হয়ে আলাদা ভাবে উদ্ধার ও ত্রান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ ও ২০ জুনসহ , মোট ৩০৮ জন কে উদ্ধার ও ত্রান কার্যক্রম পরিচালনা করে গেছেন । বিশ্বম্ভরপুর থানা মানবিক অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক।
বন্যার উদ্ধার কৃত আশ্রয় কেন্দ্র স্থান হলেন।
১।প্যারিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৭০জন।
২। ধরেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৫০ জন।
৩। ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৩৮ জন।
৪। সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৩৫ জন।
৫। ফুলভরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৪০ জন,
৬। বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ২৭ জন।
৭। বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৪৮ জন।
বিশ্বম্ভরপুর থানা পুলিশের উদ্যোগে বন্যার্তদের উদ্ধার ও আশ্রয় গ্রহনকারীদের মধ্যে দুপুরের খাবার বিতরন করেন। তাছাড়া শ্যামল বনিক মহোদয় আরো বেশ কয়েকটি বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাবার বিতরন করেন। শ্যামল বনিক মহোদয় জানান যে, বন্যা পরবর্তীত সময়ে পানি বাহিত রোগের পাদুর্ভাব দেখা দেয়। সেক্ষেত্রে পরবর্তীতে বিশ্বম্ভরপুর থানা পুলিশের পক্ষ থেকে খাবার বিতরনের পাশাপাশি পানি বাহিত রোগ মোকাবেলায় ঔষুধ, খাবার স্যালাইন ও ফিটকিরি বিতরন করা হবে। তিনি আরো জানান বন্যাকালীন সময় আইন শৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেক্ষেত্রে বিশ্বম্ভরপুর থানা পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
এছাড়া ও মানবিক অফিসার ইনচার্জ ওসি শ্যামল বণিক পানিবন্দী ১জন ক্যান্সার আক্রান্ত রোগিকে মমূর্ষু অবস্থায় উদ্ধার করে সরকারি পুলিশের গাড়িযোগে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছেন এবং রোগীর সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। আশ্রয় কেন্দ্রের সার্বক্ষনিক নিরাপত্তার জন্য ওসি শ্যামল বণিকের নির্দেশে প্রত্যেক আশ্রয় কেন্দ্র ১ জন করে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাছাড়া বন্যাকালীন সময় আইন শৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেক্ষেত্রে বিশ্বম্ভরপুর থানা পুলিশের সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে এবং আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ডিউটির সাথে সাথে নৌ-পেট্রোল ডিউটি চালু রয়েছে।