রাজের ক্রোমোজোমাল প্যাটার্ন বা ক্যারিওটাইপিংয়ে দেখা যায় সে ডাউন সিন্ড্রোম হিসেবে ডায়াগনোস্ড।
তার অটোজমের ২১তম প্যায়ারে ১টা অতিরিক্ত ক্রোমোজম প্রতিটি কোষে আছে।দুঃখজনক ভাবে সত্য
এই ধরনের জন্মগত রোগে শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়।
পাশাপাশি তার হার্টে ইন্টারএট্রিয়াল সেপ্টামে ছোট ছিদ্র আছে।
এই অসুখে বাচ্চারা বিভিন্ন
অসুখে
ভুগতে থাকে।
প্রত্যাশিত গড় আয়ু ২৫ বছর।উন্নত বিশ্বে সর্বোত্তম সুযোগ সুবিধা পাওয়ারা ৬০ বছর।রাজকে স্বনামধন্য চিকিৎসকরা দেখেছেন।
সুতরাং প্রতীয়মান হয় আল্লাহ চাইলে সে বেঁচে থাকবে।
তার দরকার উপযুক্ত চিকিৎসা ও সেবা,যা ব্যায়বহুল।
যারা বিত্তবান,উদারমনা তাঁদেরকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।।
(কপি করলাম)
ডঃ কাদের মির্জা
দয়া করে আমার রাজের চিকিৎসার জন্য আপনারা সাহায্য করুন।রাজের অবস্থা বেশি ভালো না।
আমার রাজকে বাঁচাতে এগিয়ে আসুন দয়া করুন 🤲🤲🤲🤲আমার রাজের চিকিৎসার জন্য ভিক্ষা চাইলাম সবার কাছে 😭😭😭
( আলহামদুলিল্লাহ বর্তমানে রাজ এখন হাঁটতে শিখেছে, কিন্তু রাজ এখনো কথা বলতে পারেনা এরজন্য যতদ্রুত সম্ভব রাজের মুখের থেরাপি দিতে হবে ঢাকার সি আর পি হাসপাতালে কিন্তু তারজন্য অনেক টাকার প্রয়োজন যা আমাদের মত দরিদ্র মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু যদি সমাজের বিত্তবান মানষ রাজের চিকিৎসার জন্য মানবিক সাহায্যে এগিয়ে আসেন তাহলে ছোট রাজ কথা বলতে পারবে,)
রোগীর নাম ঃ হামিমুল রহমান রাজ
পিতার নাম ঃ আব্দুর রহমান
মাতার নাম ঃ ইয়াসমিন রহমান শিউলি
দরগামহল্লা, মৌলভীবাজার
ব্যাংক একাউন্ট নাম্বার
YaASMIN AKHTER SHEULI
AC: 0271120336557
Al Arafa islami Bank Ltd
Moulvibazar Branch