সুমাইয়া সুলতানা, কয়রা খুলনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়রা ও পাইকগাছা নিয়ে খুলনা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী ব্যারিস্টার নিয়াজ মোরশেদ উত্তর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জনসংযোগ করেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িরাল বাজার ও উত্তর বেদকাশীর কাছারি বাড়ি এলাকায় জনসংযোগ করেন তিনি।এসময় ইউনিয়নের সর্বস্তরের জনগন ব্যাারিস্টার নেওয়াজ মোরশেদ কে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন।
জনসভায় ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন,বিগত দিন কয়রার সর্বস্তরের মানুষের সাথে আমি স্বতঃস্ফূর্তভাবে মিশে আছি। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে আমাকে খুলনা-৬ আসনে সর্বস্থরের মানুষ নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি আশা করি। যেখানে যাচ্ছি সবার হাসি ভরা মন এবং ইতিবাচক সাড়া লক্ষ্য করছি। দক্ষিণ বেদকাশী ও উত্তর বেদকাশী জনসাধারণ এলাকার উন্নয়নের স্বার্থে নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আশা করি এবার নোঙ্গর মার্কায় ভোট দিয়ে আমাকে কয়রাবাসীর সেবা করার সুযোগ দিবেন।
এসময় উপস্থিত ছিলেন এ্যাড.মনজুরুল ইসলাম,মনিরুল ইসলাম,উপজেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ,ইমরুল হাসান সহ শতাধিক নেতাকর্মী।