স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহায় পরিবেশ সুরক্ষায় ও যানজট নিরসনে জেলা প্রশাসন ও জেলা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নেত্রকোণায়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে নেত্রকোণায় নিজ বাড়িতে আসা মানুষজনের শান্তিপূর্ণভাবে গন্তব্যে পৌঁছা ও যানজট নিরশনে একটি কোন জেলা প্রশাসনের মোবাইল টিম ও পুলিশের বিভিন্ন টিম। বিশেষ করে মহা সড়কের বাস স্ট্যান্ড ও জেলা শহরের বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যার ফলে অন্যান্য বছরের ন্যায় যানজট ছিল কম। এতে করে সাধারণ মানুষ স্বস্তিতে ঈদ উপলক্ষে গন্তব্যে পৌঁছতে পেরেছে। শনিবার পর্যন্ত পুলিশের বিভিন্ন টিম পরিবহনের অতিরিক্ত ভাড়া ও সুশৃংখলভাবে চলাচলের ব্যবস্থা করেছেন। নেত্রকোণা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে না গিয়ে যানজট নিরসনে জনগণের সেবায় আমরা ব্যস্ত ছিলাম, এতে করে আমরা আনন্দিত সাধারণের সেবা দিতে পেরেছি, যানজট নিরসনে আমরা কাজ করছি বৃষ্টিতে ভিজেও আমরা যানজট নিরসনের কাজ করে আসছি। নেত্রকোণা জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, জেলা শহরের প্রত্যেকটি স্পটেই বিশেষ করে ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ, পুলিশ সহ নেত্রকোণা মডেল থানা পুলিশ যানজট নিরসনে জনগণের ভোগান্তি মোকাবেলায় কাজ করছে। এতে করে শহরের যানজট কমছে এবং ঈদ উপলক্ষে গ্রাম থেকে শহরে যাওয়ার মানুষের ভোগান্তি কমে আসছে। সঠিকভাবে মানুষ যাতায়াত করতে পারছে। সাধারণ মানুষের যানবাহনের স্বস্তিবোধ করছে। নেত্রকোণা জেলা ও উপজেলা প্রশাসন জেলায় বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে বিশেষ ভূমিকা রেখেছে।