বিশেষ প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে পানিবন্দি ২৫০ জন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘ। সোমবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলার পূর্ব ডৌবাড়ী ইউনিয়নের হাওরাঞ্চলে বসবাসরত বন্যার্ত মানুষদের মাঝে এই সহায়তা দেওয়া হয়।
ইউকে-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘ চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, সাবান, চিড়া, গুড়, মোমবাতি ও শিশু খাদ্য বিতরণ করে।
গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের সভাপতি তানজিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসব বিতরণকালে উপস্থিত ছিলেন সালুটিকর ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নোমান আহমদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মারজানুল আযহার জুনেদ, শিক্ষানবিশ আইনজীবী ও সংগঠনের আইন বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমিন ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এ ব্যাপারে গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের সভাপতি তানজিল হোসেন বলেন, আমরা অতীতের মতো এবারের বন্যায়ও বন্যার্ত মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদেরকে আকবেট ও উপজেলা প্রশাসন সাপোর্ট দিয়েছেন। যার জন্য হাওরাঞ্চলের এসব অসহায় মানুষদেরকে আমরা সামর্থ্যের আলোকে সামান্য কিছু উপহার দিতে পেরেছি।