রাসেল আহমেদ সাগর,,,,,
বুকের ভীতর তীব্র ব্যাথার অনুভব
তিলে তিলে ব্যাথার তীব্রতা বাড়ছে,
আমি জানি সেটা কোন গ্যাসটিকের ব্যাথা নয়
যে ওমিপ্রাজল খেলেই সেরেছে।
এ ব্যাথা না পাওয়ার ব্যাথা
এ ব্যাথা মনের কথা না বলা ব্যাথা,
এ ব্যাথা বিষাক্ত বিষের চেয়ে ভয়ংকর ব্যাথা
এ ব্যাথা আকুল দীর্ঘশ্বাসের ব্যাথা।
ডাক্তার মশাই প্রেসক্রিপশন হাতে
নিয়ে বসা
কিসের ঔষধ লেখা যায় বা দেওয়া যায়,
একসময় তিনি ও ক্লান্ত কলম চিবিয়ে বলেন
কি দিবো ভাবছি এমন রোগী দেখি নায়।
অন্য দিকে ব্যাথার তীব্রতায় আমি শেষ
কিন্তু মুখ দিয়ে কোন কথা আসছে না,
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি দেয়ালের দিকে
আনমনে বললাম তাকে ছাড়া বাঁচবনা।
ডাক্তার মশাই হেসে বললেন
জটিল রোগের রোগী তুমি,
যে রোগের নেই কোন ডাক্তার কিংবা কবিরাজ
বুঝে গেছে এখন আমি বুঝে গেছি এখন আমি।
মুখ ফোটে বলে পেলো ভালবাসি তোমায়
তুমি কি গো ভালবাসো আমায়,
স্বপ্নীল ভুবন সাজাবো দুজন
না বলা কথা বলব দুজন দুজনায়।