্
মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি,কনসা’শ ইয়াং সোসাইটি বিশ্বম্ভরপুর-এর প্রতিষ্টাতা সভাপতি ও পলাশ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন-এর প্রতিষ্টাতা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী।
মানুষের বিপদে,সকল দুর্যোগ ও সংকটে তাদের পাশে থাকেন। ১৭ জুন ঈদুল আযহার দিন রাত্র হতে যখন সুনামগঞ্জ-এ পানি বাড়তে শুরু করে এবং ১৮ জুন সকালেই অনেক এলাকা প্লাবিত হয়ে যায়।
তখন তিনি সারা দিন সারা সুনামগঞ্জ-এর খবরা-খবর নেন এবং বৃষ্টিতে ভিজেই বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।পরের দিন ১৯ জুন বুধবার সকাল হতেই শুকনা খাবার তথা চিড়া,মুড়ি ও গুড় পেকেট করে ছুটে যান।
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের প্যারীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে এবং ধড়েরপাড় বন্যা আশ্রয় কেন্দ্রে।সেখানে গিয়ে তাদের খুজ-খবর নেন,শান্তনা দেন এবং শুকনা খাবার ও কাঠাল প্রদান করেন।এছাড়াও ধড়েরপাড়,প্যারিনগর,
বাগগাঁও,পদ্ধনগর ও মল্লিকপুরের পানবন্দি শতাধিক ফ্যামিলিতে শুকনা খাবার বিতরন করেন।
তারপর ২০ জুন বৃহস্পতিবারও সারা দিন পানিবন্দি মানুষের পাশে থাকেন।
সকাল বেলায় বৃষ্টির মধ্যেই চলে গেলেন পলাশ ইউনিয়নের মাঝাইর মুজিবপল্লিতে,সেখানে পানির মধ্যে হেটে এবং কলা গাছের বেরা দিয়ে ৪০ টি পরিবারের খুজ-খবর নেন ও শুকনা খাবার বিতরণ করেন।
আর বিকালে চলে যান পলাশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রংপুর গ্রামের দক্ষিণাংশে,সেখানেও পানিবন্দি পরিবারের খবরা-খবর নেন আর কিছু হাদিয়া প্রদান করেন।
এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।আর তিনি বলেন মহান আল্লাহ্ তায়ালা রহম করলে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।