“আত্মহত্যা, চাইনা যে আর”
সেলিনা সাথী
আত্মহত্যা, চাইনা যে আর,
জীবনের গাই গান
বেঁচে থাকার শপথে আজ
ভরে উঠুক প্রাণ।
প্রতিটি স্বপ্নে, প্রতিটি শ্বাসে
জ্বালাই আলোর দীপ ,
বিষণ্ণতায় গাঁথি আবার
নব জীবনের থ্রিপ।
আত্মহত্যার আধারে নয়
আলোয় পথে ফিরি,
শত দুঃখের মাঝেও থাকে
সুখের আগ্নেয়গিরি।
বিরহ আর বেদনাতে
বিষাদে ভরে মন
তবুও হাল ছেড়েনা কেউ
পার হবে এই ক্ষণ।
দুঃখের স্রোতে যায় বয়ে যায়
যত কষ্টের ঢেউ,
ভালোবাসার বাঁধনেতে
আসবে আবার কেউ।
প্রেমের মালা পরবে গলায়
বাঁধবে নতুন আশা
বাঁচার জন্য ছুটে চলি,
দূর করে হতাশা।
ফিরবো না আর পিছুপানে,
অগ্রগামী হবো
বেঁচে থাকার খুঁজতে মানে
,অবিচল রবো।
আত্মশক্তির ডাকে ভেঙে
ফেলি কষ্টের বাঁশি ।
আত্মহত্যা চাইনা যে আর
দুঃখ ভুলে হাসি।
শপথ করি ভাই -বোনেরা
আত্মহত্যা নয়,
লড়াই করে বেঁচে থেকে
আনতে হবে জয়।
পেওনাতো ভয়।
রঙিন করি জীবনটা আর
নিবো জয়ের শিক্ষা
আত্মহত্যা চাইনা যে আর,
কঠোর ভাবে দীক্ষা।