আ: ছাত্তার মিয়া নরসিংদী:
নরসিংদীর ইনডিপেনডেন্ট কলেজে ‘সমৃদ্ধ ও সুন্দর আগামীর দৃঢ় প্রত্যয়’ নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত:২৭ জুন রোজ বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মনজুর এলাহীর সভাপতি ও অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন মাস্টার, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান, বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মোঃ ফারুক সরকার, ট্রাক লরি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মৃধা সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শুধু লেখাপড়া করে জ্ঞান অর্জন করলে হবে না। নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সুশিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। নিজেদের আদর্শ থেকে বিচ্যুতি হওয়া যাবে না। সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে ভাল ফল বয়ে এনে কলেজের সম্মান বয়ে আনবে তারা এমনটাই তাদের কাছে প্রত্যাশা করা হয়।
পরে বিদায় শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া এবং তবারক বিতরণ করা হয়।