এই দেশ
সেলিনা সাথী
এই দেশ আমার ভালোবাসার দেশ,
যেখানে মাটি আর মানুষের মেলবন্ধন,
যেখানে নদীর স্রোত বহমান ইতিহাসের গল্প বলে।
সবুজ শ্যামল ক্ষেতের মাঝখানে,
কৃষকের ঘাম মিশে আছে সোনালী ফসলের দানায়।
পাখির কলরবে মুখরিত সকাল,
শিশির ভেজা ঘাসে পা রাখলে মনটা ভরে ওঠে আনন্দে।
বটগাছের ছায়ায় বসে শোনা যায়
গ্রামের বুড়োদের গল্প, ঐতিহ্যের সুর।
নদীর পাড়ে বসে সন্ধ্যার আলো-আঁধারিতে,
চোখে ভাসে হাজার বছরের সংস্কৃতি,
ভাষার জন্য যুদ্ধ করা মানুষ,
স্বাধীনতার রক্তিম সূর্য।
এখানে মায়ের মমতা,
পিতার আদর্শ,
আর সন্তানের স্বপ্ন গাঁথা আছে একসূত্রে।
শহরের কোলাহল, গ্রামের নিরবতা,
সব মিলিয়ে এই দেশ আমার আপন।
এই দেশের মাটি, জল, বায়ু
আমাকে বাঁচিয়ে রাখে প্রতিদিন।
আমি এই দেশেরই সন্তান,
এই দেশ আমার গর্ব, আমার এই দেশ
সেলিনা সাথী
এই দেশ আমার ভালোবাসার দেশ,
যেখানে মাটি আর মানুষের মেলবন্ধন,
যেখানে নদীর স্রোত বহমান ইতিহাসের গল্প বলে।
সবুজ শ্যামল ক্ষেতের মাঝখানে,
কৃষকের ঘাম মিশে আছে সোনালী ফসলের দানায়।
পাখির কলরবে মুখরিত সকাল,
শিশির ভেজা ঘাসে পা রাখলে মনটা ভরে ওঠে আনন্দে।
বটগাছের ছায়ায় বসে শোনা যায়
গ্রামের বুড়োদের গল্প, ঐতিহ্যের সুর।
নদীর পাড়ে বসে সন্ধ্যার আলো-আঁধারিতে,
চোখে ভাসে হাজার বছরের সংস্কৃতি,
ভাষার জন্য যুদ্ধ করা মানুষ,
স্বাধীনতার রক্তিম সূর্য।
এখানে মায়ের মমতা,
পিতার আদর্শ,
আর সন্তানের স্বপ্ন গাঁথা আছে একসূত্রে।
শহরের কোলাহল, গ্রামের নিরবতা,
সব মিলিয়ে এই দেশ আমার আপন।
এই দেশের মাটি, জল, বায়ু
আমাকে বাঁচিয়ে রাখে প্রতিদিন।
আমি এই দেশেরই সন্তান,
এই দেশ আমার গর্ব, আমার অহংকার।।