এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে চলছে অর্থনৈতিক শুমারি লিস্টিং কার্যক্রমের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ। উপজেলা ব্যাপী শুরু হয়েছে এ কার্যক্রম। উপজেলার রসুলপুর ইউনিয়ন ও পাঁড়ইল ইউনিয়নের ৩৩ জন লিস্টার এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছে গাংগোর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিনের প্রশিক্ষনে।
আইটি সুপারভাইজার আরাফাত রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান জোনাল অফিসারের দায়িত্বে রয়েছেন।
প্রশিক্ষণ কার্যক্রম সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত।
এ সময় প্রশিক্ষনার্থীদের মাঝে অর্থনৈতিক লিস্টিং কার্যক্রমের বিভিন্ন প্রকার সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, এবারের অর্থনৈতিক সুমারি লিস্টিং কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে হবে। অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস) এর আওতায় চতুর্থ অর্থনৈতিক শুমারি কার্যক্রম চলছে।
বিগত ২০১৩ সালে অর্থনৈতিক শুমারী কার্যক্রম হয়েছিল কাগুজে পদ্ধতিতে, এবারে সরকারের উন্নয়নমুখী কার্যক্রমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে অর্থনৈতিক শুমারি হবে অতি সহজ ও স্বচ্ছ হবে বলে জানান প্রশিক্ষণ কর্মকর্তা।