আবুল কাশেম আযাদ স্টাপ রিপোর্টার:
সাতকানিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত ৯ নং ওয়ার্ড খলিফাপাড়া বাসির সার্বিক সহযোগিতায় সাতকানিয়া রেল ষ্টেশন মাঠ সংলগ্ন আইন শৃঙ্খলার অবনতি,ইভটিজিং,চোরি -চিন্তায় দমন, রেল ষ্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করন, ও কিশোর গ্যাং প্রতিরোধে আইন শৃঙ্খলা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ জোবায়ের,সঞ্চালনায় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুল হালিম।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার অতিরিক্ত পুলিশ সার্কেল জনাব- শিবলী নোমান, বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব- প্রিটন সরকার , বিশেষ অতিথি সাতকানিয়া উপজেলা ভুমি কর্মকর্তা (এ সি ল্যান্ড) জনাবা পারিস্তা করিম,বিশেষ অতিথি ৮ নং ডেমশা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মির্জা আসলাম ছরওয়ার রিমন, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খলিফা পাড়ার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবীদ,শিক্ষা অনুরাগী, ও সমাজ সেবক জনাব হুমায়ুন কবির চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক জনাব মুচা বেগ,৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ সোহেল, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আরিফুল ইসলাম,৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নবাব মিয়া সহ খলিফা পাড়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ খলিফা পাড়ার সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন কিশোর গ্যাং দমনে পরিবারের ভুমিকা অপরিহার্য্য বলে উল্লেখ করেন।আপনার / আমরা ছেলেরা কি করেন, কোথায় যায়,কার সাথে চলাফেরা করেন সে দিখে অভিবাবকদের সচেতন থাকার আহ্বান জানান।সেই সাথে সামাজিক ভাবেও প্রতিরোধের আহ্বান জানান।সেই সাথে সাতকানিয়া রেল ষ্টেশনের নিরাপত্তা ও খলিফা পাড়া বাসির জান মাল নিরাপত্তায় খলিফাপাড়ার সর্বস্তরের জন সাধারণ কে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।সে সাথে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশা ব্যক্ত করেন।