সোহেল রানা প্রতিনিধি পাইকগাছা খুলনা।
পাইকগাছা উপজেলার, গড়াইখালী ইউনিয়ন এর চৌমুনী থেকে পাতরাবুনিয়া গ্রামের থেকে বগুড়া চাক পর্যন্ত তিন কিলোমিটার মাটির রাস্তা। বৃষ্টির মৌসুমে রাস্তা দিয়ে চলতে পারে না ভ্যান গাড়ি বাইসাইকেল মোটরসাইকেল সহ কোন যানবাহন। ওই গ্রামের অধিকাংশ মানুষ ভ্যান চালক ও দিনমজুর। যাতাযাত ব্যবস্থা এতই খারাপ যে, বৃষ্টির সময় ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না,বাজার ঘাট ও চিকিৎসা সেবায় পড়তে হয় অনেক দূর হবে। এলাকাবাসীর দাবি রাস্তাতে দ্রুত পাকা করা।