মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে ,, নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন এর উপ- নির্বাচন আগামী ২৭ জুলাই। উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, তারা হলেন, ১ সোহেল রানা, ২ মোঃ আবুল হাসান , ৩ হাফিজুর রহমান , ৪ শেখ সিরাজ উদ্দিন লুডু , ৫ শেখ সাদি , ৬ মাহামুদুর হাসান কায়েস । ৪ জুলাই জমা দেওয়ার শেষ দিন ছিল। ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন । ৫ জুলাই প্রার্থীদের যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থীতা প্রাথমিকভাবে সঠিক বলে বিবেচিত হয়েছে বলে কালিয়া উপজেলার নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান। ১০ জুলাই প্রার্থী প্রত্যাহার ১১ জুলাই প্রতিক বরাদ্দ ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।