মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের চংলারপাড় গ্রামে বিলে মধ্যে ফসলে জমি থেকে বেকুর দিয়ে দিনে রাতে অন্ধকারে মাটির খনন করা মহা উৎসব। এবং ড্রেম ট্রাক গুলো ফসলে জমির উপর দিয়ে যাতায়াতে রাস্তার তৈরি করেছে। জমি মালিক এবিষয় বাধা দিলে প্রবাশালীরা নানা ধরনের তাকে হুমকি ও মারধর করতে আসে। এমন ই একটি অভিযোগ পাওয়া গেছে।যে দীর্ঘদিন যাবত অবৈধ মাটির বেকুর দিয়ে খনন করে মাটি ড্রেম ট্রাকে করে বিক্রয় করছে অভিযোগ করেন।
হাবিবুর রহমান অভিযোগে সুএে জানায় যায়,আজিমনগর চংলারপাড় গ্রামের আসামীর তাহাদের জমির থেকে বেকুর দিয়ে দিন ভর ও রাতে অন্ধকার ও মাটি খনন করে ড্রেম ট্রাক করে মাটিব বিভিন্ন স্হানে বিক্রয় করা জন্য আমার জমির উপর দিয়ে গাড়ি যাতায়াত করিতেছে।আমার জমিতে থাকা ষরন্ত কৃষি জমি গুলো কেটে ফেলেছে। এবং আমার জমির উপর দিয়ে ট্রাক যাতায়াতে নিষেধ করা সহ বাধা দিতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ আমাকে মারতে আসে। এবং আমাকে নানা ধরনের হুমকি দিয়া বলে এই বিষয়টি নিয়ে বেশী বারাবাড়ি করিলে তোকে জীবনে শেষ করিয়া ফেলবো।এবং ট্রাক যাতায়াতের জন্য আমার জমির সহ জমির পাশে থাকা ইটের রাস্তার ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে।এতে করে ব্যাপকভাবে ফসলে কৃষি জমি সহ কাছা মাটির রাস্তায় ও ইটের রাস্তায় গুলো সহ ক্ষতি করেন।
আলমগীর সরদার (৫২)এর নেতৃত্বে,বালাম সরদার (২৮)সামু সরদার( ৫৫)আসাদ মাতুব্বর (৪৫) ফারুক মাতুব্বার (৪৮) সাদ্দাম মাতব্বর (২৮)মজিবুর মাতুব্বার (৪৮)সহ তিনি বেকুব দিয়ে রাতের অন্ধকারে বেকুর দিয়ে মাটির খনন ও মাটির বিক্রয় করছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, বি এম কুদরত এ-খুদা জানান, আজিমনগর ইউনিয়নের চতলারপাড় গ্রামে ফসলে কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটির খনন করার বিষয় একটি অভিযোগ পেয়েছি দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।