বিশেষ প্রতিনিধি, খুলনা:পাইকগাছায় অগ্নিকাণ্ডে ৩টি ফার্নিচারের দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। বরাবরের মত স্থানীয় এলাকাবাসী আগুনের লেলিহানের কাছে অসহায় হয়ে ব্যর্থ চেষ্টা করতে থাকে। সংবাদ পেয়ে প্রায় ৩০ কিলোমিটার দুরবর্তী পার্শ্ববর্তী উপজেলা তালা ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতেই সব ভষ্মীভূত।
এরকম পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। অগ্নিকাণ্ডে কাঠ, তৈরি করা আসবাবপত্র ও মেশিনারিজ জিনিস পুড়ে প্রায় ৭-৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারস্থ শামীম হোসেন ও তাকবির হোসেনের ৩টি ফার্নিচারের দোকানে। বৃহস্পতিবার আনুমানিক রাত ১২টার পরে শওকত মাষ্টারের স’মিলের সামনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরবর্তীতে সংবাদ পাওয়া মাত্রই তালা উপজেলার থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩ ফার্নিচারের ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ওই সময় ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিকভাবে আগুন নেভানোর সহযোগিতা করছেন। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা নির্মল অধিকারী, বেনজির আহমেদ সহ অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসীরা জানান, পার্শ্ববর্তী সকল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ব্যর্থতায় পাইকগাছায় আজও একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ সম্ভব হয়নি। দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বর্তমান সংসদ সদস্য মো. রশীদুজ্জামান সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।