আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মাদিয়া লামারগ্রাম মাদ্রাসার স্বনামধন্য শিক্ষা সচিব,হাজারো ছাত্রের উস্তাদ, মানুষ গড়ার কারিগর হযরত মাওলানা শায়েখ আব্দুস সাত্তার সাহেব খুবই অসুস্থ! বর্তমানে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের উদ্দেশ্য যাত্রা করেছেন।
সকল শুভাকাঙ্ক্ষী আত্মীয়-স্বজন সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়েছেন হযরতের বড় ছেলে মাওলানা রুহুল আমিন।
তিনি দীর্ঘদিন থেকে জকিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লামারগ্রামের সফল শিক্ষা সচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি, শায়খ আব্দুর গফফার মামরখানী রহ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি, হাজারো ছাত্রের উস্তাদ, সর্ব মহলের গ্রহণযোগ্য একজন আলেম, নিরহংকারী দুনিয়া বিমুখ আলেম হযরত মাওলানা শায়েখ আব্দুস সাত্তার। তিনি পুর্ব সিলেটে পরিচিত ও প্রতিষ্ঠিত একজন আলেম যার হাতে গড়া হাজার হাজার ছাত্র আজ প্রতিষ্ঠিত।
তিনি এতটাই মাদ্রাসা প্রেমিক বার বার অসুস্থ হওয়ার পরও মাদ্রাসায় থাকা বন্ধ করেননি।তিনি বলেন ছাত্রদের গুন গুনানীর আওয়াজ না শুনলে আমার ঘুম হয় না, দীর্ঘ ৪৫ বছর ছাত্রদের পড়ার গুন গুনানীর আওয়াজ শুনে ঘুমিয়েছি। এমন ভাবে অভ্যস্ত হয়েছি যে তাদের গুন গুনানির আওয়াজ না শুনলে আমার ঘুম হয় না। আমার চাওয়া পাওয়ার কিছু নেই শুধু একটি মাত্র চাওয়া কবরে শুয়েও যেন ছাত্রদের পড়ার গুন গুনানীর আওয়াজ শুনতে পাই।
এমন একজন মাদ্রাসা প্রেমিক! ছাত্র প্রেমিক! দ্বীন প্রেমিক! ওস্তাদ আজ খুব অসুস্থ আমরা সবাই তার জন্য মন থেকে দোয়া করব যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।