মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে,,
নড়াইলের নড়াগাতী থানা পুলিশ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শফিকুল ইসলাম নামে এক জনকে গ্রেফতার করেছে। মোঃ শফিকুল ইসলাম( ৪৪) বাঐসোনা ইউনিয়ন এর নলামারা গ্রামের মৃত আব্দুল সালাম মোল্লার ছেলে। মোঃ শফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। প্রাপ্ত তথ্যে জানা যায়, নড়াগাতী থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমানের তত্ত্ববাধানে এ এস আই ( নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১৩ জুলাই বিকাল ৫ টার দিকে নড়াগাতী থানা গহরডাঙ্গা ইউনিয়ন এর চরবল্লাহাটি গ্রামের কুদ্দুস শিকদারের আবাদি জমির সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ শফিকুল ইসলামকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ বিষয়ে নড়াগাতী থানা মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে স্বপর্দ করা হয়েছে।