মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে,, নড়াইল – কালনা মহাসড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ প্রান দিতে হলো এক আদরের সন্তান শুভ শেখ (২০) কে। সে তার বন্ধু রাব্বির সাথে লোহাগড়া যাওয়ার পথে দূর্ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্যে ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন এর ধোবাদাহ গ্রামের ইমরান শেখের ছেলে শুভ ও তার বন্ধু একই গ্রামের লিফটন ফকিরের ছেলে রাব্বি দুজন লোহাগড়ার উদ্দেশ্য মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নড়াইল – কালনা মহাসড়ক রামপুর নিরিবিলি পিকনিক স্পট সামনে বিপরীত দিক থেকে আসা ঝিনাইদাহ শেখপাড়া গ্রামের দরবেশের ছেলে কামাল (৪৫) ও তারা স্থী (৩৭) মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক শুভ শেখ কে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত কামালকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্ব হাসপাতালে পাঠাইয়া দেন। কামাল এর স্থী ও রাব্বি ফকির লোহাগড়া হাসপাতালে চিকিৎসা অবস্থা রয়েছে।