নিজস্ব প্রতিবেদক ।
খুলনা আর্ট একাডেমিতে সহকারী শিক্ষিকা পদের জন্য গতো ১লা জুন ২০২৪ যে নিয়োগ দেওয়া হয়েছিলো ২৮শে জুলাই সকাল ১১টায় আবেদনকারীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এ এইচ এম জামাল উদ্দিন স্যার।যারা আবেদন করেছেন তাদের মধ্যে সহকারী শিক্ষিকা হিসেবে দুজনকে নির্বাচিত করা হয়েছে। তাদের নামঃপিয়া ঢালী ,রিক্তা বাইন। খুলনা আর্ট একাডেমির সাথে আপনারা যারা যুক্ত আছেন ও শুভাকাঙ্ক্ষী সবাই নতুন শিক্ষিকা দুজনকে আর্শীবাদ করবেন তারা যেন খুলনা আর্ট একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখতে পারে। এমন প্রত্যাশায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস।
প্রতিষ্ঠাতা পরিচালক খুলনা আর্ট একাডেমি।