আবু বকার সিদ্দীক হিরা :
(খুলনা ব্যুরো প্রধান)
আজ ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ, ১৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, শনিবার সকাল ১০:০৫ ঘটিকায় পৌষের সকালে উষ্ণ ফুলেল অভ্যর্থনা, লাল ফিতা কর্তন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড্ডয়ন এবং নামফলক উন্মোচনের মধ্য দিয়ে হরিণটানা থানার সালামী মঞ্চ এবং ফুল বাগানের খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেএমপির পুলিশ কমিশনার মহোদয় হরিণটানা থানা প্রাঙ্গণে বকুল ফুলের চারা রোপণ করেন এবং থানা প্রাঙ্গণের দৃষ্টিনন্দন ফুল বাগানটি ঘুরে দেখেন।
এ সময় কেএমপি’ অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; সহকারি পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) জনাব মোঃ আবু নাসের আল-আমিন এবং হরিণটানা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম ও থানার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।