মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার) :
কোটা আন্দোলন এবং সরকার পতনে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে বগুড়া জেলা স্কুল মাঠে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের সম্মান প্রদর্শনপূর্বক জাতীয় সংগীত গাওয়া হয়। এতে সাধারণ শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে তাদেরকে গভীরভাবে স্মরণ করেন এবং বলেন তাদের এই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। নিহত শহীদদের যেন যথাযথ সম্মান প্রদর্শন করা হয় এই কথাও তারা জানিয়েছেন।
এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন জায়গায় যানজট নিরসনের ট্রাফিকের দায়িত্ব পালন করেন ও শহরের বিভিন্ন দেওয়ালে শহীদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন।