সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক::
সিলেটসহ সারাদেশের সার্বিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বুধবার (৭ আগস্ট) বিকালে সেনাবাহিনী গণমাধ্যমকে জানায়, সাধারণ মানুষকে সহায়তা দেয়ার জন্য আমাদের নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে। এসব নম্বরে কল দিয়ে অভিযোগ করলে দ্রুত আমরা সহযোগীতা করবো।
সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পোস্টে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।
সিলেট বিভাগের ৪ জেলার জন্য সেনাবাহিনীর ৮টি সহায়াতা নম্বর রয়েছে। সেগুলো হচ্ছে- সিলেট ০১৭৬৯১৭৭২৬৮ ও ০১৯৮৭৮৩৩৩০১, হবিগঞ্জ ০১৭৬৯১৭২৫৯৬ ও ০১৭৬৯১৭২৬১৬, সুনামগঞ্জ ০১৭৬৯১৭২৪২০ ও ০১৭৬৯১৭২৪৩০ এবং মৌলভীবাজার ০১৭৬৯১৭৫৬৮০ ও ০১৭৬৯১৭২৪০০।