আমিনুল ইসলাম রনি আমিন কক্সবাজার প্রতিনিধি:
স্মার্ট ফোনের কোরাল গ্রাসে
কাঁপছে সারা দেশ!
জোয়ান – বুড়া শিশু – কিশোর
হচ্ছে যে – নিঃশেষ।
কেউ দেখছে টিক টক আর
কেউবা সিরিয়াল নাটক –
ফেসবুকে মাতম কারো
দৃষ্টি স্কিনে আটক।
শিশু কাঁদলে হাতে মোবাইল
মা সারে তার কাজ,
এমন হলে সব হারাবো
ক্ষয় হবে সমাজ।
ছাত্র-ছাত্রীর লেখাপড়ায়
স্মার্ট ফোন নাকি জরুরী!
বইয়ের পাতায় নজর নাই তার
মোবাইল টাই তার দরকারি।
গৃহিণী তার মোবাইল ফোনে
শিখছে অনেক রান্না
কাজের বুয়ার বায়না এখন
মোবাইল ছাড়া আর না!
পাড়ার যুবক কিশোররা সব
গলির মোড়ে আসর,
ফ্রী ফায়ারিং করতে করতে
পার করে দেয় বছর।
পড়ালেখায় গুড়ে বালি
কামাই দিয়ে ইস্কুল
গার্জিয়ানদের মাথায় হাত
মোবাইল দিয়ে করছি ভুল।
সঠিক কাজের ব্যবহারে
মোবাইল যেমন জরুরী
প্রযুক্তিতে এগিয়ে যেতে
হয়েছিল তৈরি।
আসল কাজে নাই ব্যবহার
মন্দ কাজে সারাক্ষণ,
আস্তে আস্তে পুড়ছে সমাজ
সবার ঘরে রোদন।।