মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে ।
নড়াইলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে নড়াইল জেলা সনাতন সমাজের উদ্যোগে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়কের প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে নির্যাতন বন্ধসহ তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহবান জানানো হয়। প্রতিবাদ সমাবেশে নড়াইলের বিভিন্ন এলাকা থেকে সনাতন হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীর হাজার হাজার নারী -পুরুষ অংশ গ্রহণ করেন।