মোহাম্মদ আব্দুল্লাহ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন শান্তিপূর্ণ করতে ও যেকোন প্রকারের নাশকতা ঠেকাতে গ্রাম পুলিশদের নির্দেশনা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (৩১শে ডিসেম্বর) রবিবার বেলা সাড়ে ১১ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার সম্মুখ কম্পাউন্ডে উপজেলার গ্রাম পুলিশের পুরুষ ও মহিলা সদস্যদের উপস্থিতিতে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম পিপিএম।
এ সময় তিনি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, রবিবার থেকে আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিন সহ ১০ই জানুয়ারি পর্যন্ত গ্রাম পুলিশের সদস্যরা গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে এবং এখন থেকে প্রতিটি ইউনিয়নে যার যার অবস্থান থেকে বহিরাগত কারো চলা ফেরা দেখলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
কোথাও নির্বাচন বিরোধী কোন অপপ্রচার কিংবা লিফলেট বিতরণের খবর পাওয়া গেলে সাথে সাথে পুলিশকে জানাবেন।
এছাড়াও উপজেলার কোথাও গোপনীয় বৈঠক যার মাধ্যমে কোন প্রকারের নাশকতার ছক তৈরী হচ্ছে এ ধরণের সন্দেহজনক তথ্য পাওয়া গেলেও পুলিশকে খবর দিবেন ।
সর্বশেষ ৭ই জানুয়ারি ভোট গ্রহনের দিন শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।
ভোট পরবর্তী যেকোন নাশকতা ঠেকাতে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে গ্রাম পুলিশদের নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন, উপ পরিদর্শক সাহিদ মিয়া, উপ পরিদর্শক রসুল মিয়া, উপ পরিদর্শক মুহিবুর রহমান, উপ পরিদর্শক নিখিল চন্দ্র দাস,আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা।