নুরুল কবির বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) এর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার কাঞ্চনায় তাফসীরুল কুরআন মাহফিল পরিষদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন। কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যায়েদ হোছাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম, নুরুল আলম, শাহাদাত হোছাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।