আব্দুস সালাম মিন্টু:
নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ড্রেন শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশন হয় আর সেখানে তৈরি হয় একটি জেডি! আর সেই জেডির নিচে জুলন্ত অবস্থায় (রবিবার ১৮ ই আগাষ্ট দেখা মিলে যুবকের জুলন্ত মরদেহ! সংবাদ পেয়ে বিকাল আনুমানিক ৩ টার সময় কাঁচপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মহাসিন হোসাইন সহ তাঁর সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌছায়! এবং মরদেহটি উদ্ধার করে! মৃত যুবকের পরিচয় জানতে চাইলে কাঁচপুর নৌ পুলিশ জানায় নিলফামারি জেলার ডিমলা উপজেলার পূর্ব ডিমলা গ্রামের মফিজুল ইসলাম এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৮) তার পরনে ছিল আকাশি রংয়ের একটি ফুল সার্ট, হালকা কালো রং এর জিন্সের প্যান্ট, সাথে ছিল এনআইডি কার্ড একটি ড্রাভিং লাইসেন্স,দুইটি মোবাইল! কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানায় প্রর্থমিক সুরাতাহল রিপোর্টে তেমন কোন চিন্হ ছিলনা, মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ ভিক্টরিয়া সরকারি মেডিকেলে পাঠানো হয়েছে! এবং মৃত দেলোয়ারের পরিবারদের সংবাদ পৌছানো হয়েছে! এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত আর কিছুই জানা যায়নি!