আজ বাদ মাগরিব মামরখানী রহ সাহেব বাড়িতে বোর্ডের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন লামারগ্রাম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুস সাত্তার সাহেব। সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান ক্বাসিমির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল গাফফার শায়খে মামরখানী রহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাহেবজাদায়ে মামরখানী শায়খ মাওলানা আব্দুল জলিল সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েখ আব্দুল গফফার রহ ফাউন্ডেশনের সেক্রেটারি, বিশিষ্ট লেখক-গবেষক ও রাজনীতিবিদ মাওলানা মুখলিসুর রহমান ও ভাইস চেয়ারম্যান সাহেবজাদায়ে মামরখানী,লন্ডন প্রবাসী শায়খ মুফতি আব্দুর রাজ্জাক। আরো উপস্থিত ছিলেন, দারুল আযকার ফাউন্ডেশনের চেয়ারম্যান, শায়খ কাজী মাওলানা আব্দুর রহমান, হাফিজ মাওলানা আরশাদ হোসাইন, হাফিজ মাওলানা মামুনুর রশীদ, দারুল আযকার মাদ্রাসার নায়বে মুহাতামীম মাওলানা আব্দুল মান্নান। বোর্ডের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি শায়খ মাওলানা আব্দুল মুসব্বিব, সহ সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পরিদর্শন সম্পাদক মাওলানা আব্দুল করিম, মক্তব কার্যক্রম সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বয়স্ক শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হালিম প্রমুখ। উপস্থিত মেহমানবৃন্দ বোর্ডের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সকল দায়িত্বশীল বৃন্দের শুকরিয়া আদায় করেন এবং শায়খে মামরখানী রহ. এর পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও সামগ্রিক কার্যক্রমে সর্বাত্তক অংশগ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন। পরিশেষে সভাপতি জনাব মাওলানা আব্দুস সাত্তার সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।