নিজস্ব প্রতিনিধি(দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোণা: ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দ্বিতীয় দিনে মানববন্ধন করেছে নেত্রকোণা দুর্গাপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও অংশ নেয়। ২১ আগস্ট বুধবার দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাব মোড়ে গণমাধ্যমকর্মীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সাবেক সহসভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদার, কালের কণ্ঠের সাংবাদিক আল নোমান শান্ত, সাংবাদিক ধ্রুব সরকার, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, ডা. কামরুল ইসলাম, কালিদাস সাহা বাবু, আবিদ হাসান বাপ্পি, রিফাত আহমেদ রাসেল, সুমন রায়, নাজমুল হুদা সারোয়ার, দিলওয়ার হোসেন তালুকদার, রাজেশ গৌড়, কলি হাসান, পলাশ সাহা, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, জাহিদ হাসানসহ অনেকেই। এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোণা প্রেসক্লাবের সামনে টেস্ট মিডিয়ার কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলায় কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন পালিত হয়েছে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান।