স্টাফ রিপোর্টার: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোণা মোহনগঞ্জ ৬ নং সোয়াইর ইউনিয়ন এর বিএনপির নেতাকমীর্বৃন্দ এ মানববন্ধন করেছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে সোয়াইর ইউনিয়নবাসি ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিএনপির নেতা—কর্মী ছাড়াও নানা শ্রেণি—পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কারাগারে বন্দি করে রেখেছে। বর্তমান ছাত্র—জনতা ও গণঅভ্যুত্থানের সরকারের কাছে ন্যায়বিচার আশা করে নিঃশর্ত মুক্তির দাবি করছি। প্রসঙ্গত, বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে কারাগারে। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও লুৎফুজ্জামান বাবর ফাঁসির আসামি। উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোণা—৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহন করেন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোণা—৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।