এস এম রনি সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কাটিয়া মাঠ পাড়া ও গদাইবিল গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারনে সোমবার বেলা সাড়ে ১১ টায় কাটিয়া মাঠ পাড়া গদাইবিল রোডে কাটিয়া মাঠ পাড়া গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ী মো. রুহুল আমিনের নেতৃত্ত্বে বক্তব্য রাখেন মো.মিরাজ আহম্মেদ মুন্না, শরিফুল ইসলাম, কবির হোসেন, নজরুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা দীর্ঘ ১মাস যাবৎ এই পানির মধ্যে খুবই কষ্টের সাথে বসবাস করছি। যার মুল কারণ হলো প্রভাব শালিরা অবৈধ্য ভাবে ঘের করার কারনে আমাদের আজ এই অবস্থা। অপরিকল্পিত ভাবে ঘেরের বাধ দেওয়ায় পনি সরার পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্হা না রাখার কারনে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা যায় বেতনা নদীর বিভিন্ন স্হানে বাঁধ দেওয়ার কারনে স্হায়ী জলাবদ্ধতার একটি বড় কারন হয়ে দাড়িয়েছে। এসময় তারা কতৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেন এবং বক্তারা ঘের মালিকদের ১ ঘন্টার আল্টিমেটাম দেন