পটুয়াখালী দশমিনা প্রতিনিধি।
দশমিনা উপজেলায় কৃষক ও জনসাধারণ মানুষের ফসল গুলো পানি বন্ধি হওয়া নষ্ট হয়ে গিয়েছে। দশমিনা সদর ইউনিয়ন ১৮ টি খাল অবৈধ ভাবে দখল করে খালের উপর বাড়ি ঘর তৈরি করে খাল গুলো বন্ধ করেছে। এ-সব খাল গুলো যেন খনন করা হয় এর জন্য মানব বন্ধন করেছেন। অর্থ অঞ্চলের কৃষি জমি ও ধানী জমি ভাড়ী বৃষ্টির পানিতে তলিয়ে যায়। একজন কৃষক নিজের জমিতে ফসল ফলায় তা যদি পানির কারণে শেষ হয় এদেশের কৃষক বাঁচা অসম্ভব হয়ে পড়ে। যদি একজন কৃষক নিজের জমি থাকে না সে অন্য জমি বর্গা রেখে চাষাবাদ জীবিকা অর্জন করে সেই জমি এ পানি বন্ধীর কারণে ফসল গুলো পচে যায়। এ কারণে খাল দখল ও বন্ধবস্ত বাতিল করতে কৃষক জীবন বাঁচাত হবে।