মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের ইনাতগঞ্জে চলছে বই বিতরন উৎসব।গত সোমবার সকালে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উপজেলার বই উৎসবের উদ্বোধন করেন শেখ জামাল হুসাইন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ারম্যান নোমান হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম বিশেষ অতিথি ছিলেন ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক নৃপেশ সূত্র ধর, ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য জসিম উদ্দিন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আশাহীদ আলী আশা, ম্যানেজিং কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী ফেরদৌস, আব্দুল সহিদ, নুর আলী, সহকারী প্রধান শিক্ষক অচিন্ত আচার্য, সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নিউইয়র্ক যুবলীগ সাবেক সভাপতি আমেরিকান বাংলাদেশী ওয়াল ফেয়ার অর্গানাইজেশন সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র নবীগঞ্জ সমিতির সভাপতি শেখ জামাল হুসাইন কে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তিনি ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অসহায় হতদরিদ্র ছাত্র ছাত্রীর লেখা পড়ার দায়িত্ব সহ স্কুলের মসজিদ নির্মানের জন্য ১ লক্ষ টাকা অনুদান দিবেন বলে প্রতিশ্রুতি দেন।